ম্যাচ হারলেও বিশ্বরেকর্ড গড়ে ৩১ বছরের ইতিহাস ভেঙ্গে গুড়িয়ে দিলেন সাইফ হাসান
সেরা দুইয়ে সাইফ, ভারতের বিপক্ষে ছিলেন অদম্য
এশিয়া কাপে ব্যাট হাতে বাংলাদেশের ভরসার নাম সাইফ হাসান। ভারতের বিপক্ষে সুপার ফোর ম্যাচে যেখানে অন্য ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন, সেখানে অদম্য লড়াই চালিয়ে যান এই ওপেনার। তিনি খেলেন ৫১ বলে ৬৯ রানের দারুণ ইনিংস, যেখানে ছিল ৫ ছক্কা ও ৩ চার। তার ব্যাটিংয়েই শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে টিকে ছিল বাংলাদেশ।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৬১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে আলোচনায় আসেন সাইফ। মাত্র ৩ ম্যাচে ১৬০ রান করে তিনি উঠে এসেছেন এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার দ্বিতীয় স্থানে। তার ব্যাটিং গড় এখন ৫৩.৩৩।
তালিকায় তার ওপরে আছেন শুধু ভারতের অভিষেক শর্মা (৫ ম্যাচে ২৪৮ রান)। অন্যদিকে বাংলাদেশের আরেক তরুণ তাওহীদ হৃদয়ও ১৩৪ রান নিয়ে আছেন সেরা পাঁচে। ধারাবাহিক ব্যর্থতার মাঝেও সাইফের এই ফর্ম বাংলাদেশ দলের জন্য বড় প্রাপ্তি।
No comments