জিতলেই নিশ্চিত ফাইনাল, এমন ম্যাচে একাদশে ৩ পরিবর্তন নিয়ে টাইগারদের শক্তিশালী একাদশ ঘোষণা

 



সুপার ফোরে ভারতের কাছে হেরে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এখন ডু অর ডাই হয়ে দাঁড়িয়েছে। দুই দলের খেলা দুই ম্যাচে এক জয় ও এক হারে সমান ২ পয়েন্ট। তাই এই ম্যাচে যে দল জয়লাভ করবে তারা ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে এশিয়া কাপ ফাইনাল।



বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তানকে এগিয়ে রাখছেন ভারতের সাবেক উইকেটরক্ষক দীনেশ কার্তিক। দেশটির জয়প্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে জানিয়েছেন পাকিস্তানকে হারানোর বিশ্বাস রাখতে হবে টাইগারদের। বাংলাদেশের একাদশেও পরিবর্তন চান তিনি।



ভারতের বিপক্ষে ওপেনার সাইফ হাসান ছাড়া আর কোনো ব্যাটার নিজেকে মেলে ধরতে পারেননি। পাঁচটি ছক্কা ও তিনটি চারে সাইফ খেলেন ৬৯ রানের ইনিংস। তাকে উপযুক্ত সঙ্গ দিতে পারেননি আর কোনো ব্যাটার। তবে সাইফের পারফরম্যান্স পাকিস্তান ম্যাচে বাড়তি পাওয়া হিসেবে দেখছেন হার্শা।



ভারতের বিপক্ষে বাংলাদেশ তাসকিন আহমেদ কে দলে রাখেনি। এই পেসার যদি ফিট থাকে তাহলে পাকিস্তান ম্যাচে তাকে দলে দেখতে চেয়েছেন হার্শা।


হার্শা বলেন, 'আমার মনে হয় তারা ভিন্ন একটা একাদশ নিয়ে নামবে। তাসকিন যদি ফিট থাকে তাহলে একাদশে আসতে পারে। সাইফের পারফরম্যান্সটা তাদের জন্য প্লাস পয়েন্ট। সে টানা দুইটা ম্যাচেই এমন পারফরম্যান্স করেছে। কিন্তু টপ অর্ডারে তার আরও খানিকটা সাপোর্ট দরকার।'



পাকিস্তান ম্যাচেও সাইফের উপর নজর রাখতে চান হার্শা। তবে বাংলাদেশের লোয়ার অর্ডারে রান সংশয়ের কথা জানিয়েছেন তিনি। জাকের আলী, শামীম পাটোয়ারিরা বোলারদের সঙ্গে নিয়ে সেভাবে কিছুই এখনো করে দেখাতে পারেননি।



হার্শা আরো বলেন, 'আমার মনে হয় শেষের দিকে তাদের ব্যাটিং দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। ৭, ৮ আর ৯ নম্বরে যারা ব্যাটিং করছে তাদের কাছ থেকে কিছুই পাচ্ছে না। মাঝের দিকে তাদের এমন একজনকে দরকার যে কন্ট্রোল করতে পারবে। এখন দেখা যাচ্ছে তিন ও চার নম্বরে খেলা লিটন-হৃদয় পুরোটা কন্ট্রোল করছে। পাকিস্তান ম্যাচে সাইফের উপর আমার নজর থাকবে।'



এদিকে হার্শার মতো পাকিস্তান ম্যাচে তাসকিনকে দলে দেখতে চান কার্তিক, সাথে লিটন দাসকেও। বাংলাদেশের অধিনায়ক পেস বোলিং ভালো খেলতে পারে বলেই লিটনের সুস্থতা কামনা করছেন তিনি। শেখ মেহেদীকেও দলে দেখতে চেয়েছেন এই উইকেটরক্ষক।



'পাকিস্তানের বিপক্ষে আমি অবশ্যই শেখ মেহেদীকে দেখতে চাইব। তাদের যেহেতু বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটার আছে তাই অফ স্পিনার হিসেবে কাজে দেবে। তাসকিন আহমেদকেও চাইব। আশা করি সে ফিট থাকবে এবং খেলবে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, লিটন দাস কী খেলবে? সে পেস বল ভালো খেলতে পারে এবং কাল আপনার এমন খেলোয়াড় লাগবে যে পেস বল ভালো খেলতে পারে।'



যদিও বাংলাদেশের থেকে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন কার্তিক, 'হ্যাঁ, পাকিস্তান ফেভারিট। তাদের স্কিল বেশি, বোলিং ভালো এবং তাদের কয়েকজন ব্যাটারও রান পাচ্ছে। আমি অবশ্যই পাকিস্তানকে এগিয়ে রাখব।'


No comments

Powered by Blogger.