ভাই মানেন আর না মানেন, সাকিব আল হাসান ছাড়া ই'জ্জ'ত বাঁচানোর উপায় নাই
এশিয়া কাপে প্রথম ম্যাচে হংকংকে হারানোর পর সবাই ভেবেছিলো বাংলাদেশ ভালো ছন্দে আছে। কিন্তু পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ভয়ংকরভাবে হেরে আবারও সমালোচনার ঝড় উঠেছে চারদিকে। ঠিক এমন পরিস্থিতিতে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
👉 তিনি সরাসরি বলেছেন—
“বাংলাদেশ দলের ইজ্জত বাঁচানোর জন্যে সাকিবকে দরকার! ভাই মানেন আর না মানেন, সাকিব আল হাসান ছাড়া ইজ্জত বাঁচানোর উপায় নাই।”
🔹 সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার।
🔹 ব্যাটে-বলে একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।
🔹 দলে তার উপস্থিতি মানেই আত্মবিশ্বাস।
ভক্তরা বলছেন, অভিজ্ঞতা ও নেতৃত্বের দিক থেকে এশিয়া কাপে বাংলাদেশ দলের এখন সবচেয়ে বেশি প্রয়োজন সাকিবের।
💬 প্রশ্ন এখন একটাই—
👉 আসলেই কি সাকিব ছাড়া বাংলাদেশ দলের ইজ্জত বাঁচানো সম্ভব?
No comments